‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্যে নড়াইলে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচি উদযাপন করে।
রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।
এ সময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী এসএম আবু সালেহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলশান আরা, পৌরসভার কাউন্সিলর রেজাইল বিশ্বাস ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।
স্বাআলো/এসএস