খুলনা বিভাগ

মেহেরপুরে সাবেক প্যানেল চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

| February 25, 2025

মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মূর্শেদ অতুলসহ জেলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তৌহিদ মূর্শেদ মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

গাংনী থানা পুলিশের অভিযানে আরো গ্রেফতার হয়েছেন সদর উপজেলার শিংহাটি গ্রামের আওয়ামী লীগের সভাপতি মানারুল ইসলাম রয়েছেন।

সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন দল পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এছাড়া, সদর থানা পুলিশ তিনজনকে এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে একজন আসামি গ্রেফতার হয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব অভিযানে নেতৃত্ব দেন।

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo