চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার ৩নং সিংহঝুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌগাছা শহর থেকে তাকে হেফাজতে নেয়।
পরে জিজ্ঞাসাবাদ শেষে এদিন সন্ধ্যায় (গত ২ অক্টোবর দায়ের হওয়া) চৌগাছা থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে প্রেরণ করে।
হামিদ মল্লিক ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সেসময় তাকে উপজেলা যুবলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উভয় আহবায়ক কমিটির সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত বলেন, চেয়ারম্যান হামিদ মল্লিককে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, মামলা তদন্তের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন বলেন, একটি চাঁদাবাজির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস