নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর রহমান ঝুমুর বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তারপর প্রার্থীরা কাজী শাহেদ সেন্টারে নেতাকর্মীরা মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাচন: যশোর সদরে চেয়ারম্যান প্রার্থী বিপুলের গণসংযোগ অব্যাহত
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, কৃষি সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিক বাবু, সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, বর্তমান উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, সদস্য উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, জেলা শ্রমিকলীগের সভাপতি জবেদ আলী, কোষাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ শেখ মোকছিমুল বারী অপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক রমজান আলী, ত্রাণ সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান শহীদ, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হক মিন্টু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান গণি, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলী, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মীর ফিরোজ, অধ্যাপক আলী আকবর, যুবলীগ নেতা কামাল হোসেন হীরা ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নূর ইসলাম আলো প্রমুখ।
কাজী শাহেদ সেন্টারে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর রহমান ঝুমুর।
স্বাআলো/এস