যশোরের নরেন্দ্রপুরে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিপুলের নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আন্দুলিয়া গ্রামে নির্বাচনী পথসভা করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

সোমবার (২০ মে) ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আন্দুলিয়া গ্রামে তিনি পথসভা করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল শান্তি, স্বস্তির, স্মার্ট উপজেলা গড়তে দোয়াত কলম প্রতীকে সবার মূল্যবান ভোট চান। দোয়াত কলম প্রতীক বিজয়ী হলে সদর উপজেলাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাস্টারপ্লান অনুযায়ী কাজ হবে। উপজেলার সব অঞ্চল একসাথে এগিয়ে যাবে। শেখ হাসিনার নির্দেশিত উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ বাস্তবায়িত হবে। নিজে ভালো থাকতে ও উপজেলাবাসীকে ভাল রাখার জন্য সর্বস্তরের জনগণকে দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন তিনি।

নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ।

পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য ফশিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম, ইউপি সদস্য সুধন্য চন্দ্র দাস, মকবুল হোসেন, আব্দুল মালেক, মনিরুজ্জামান সাকির, হযরত আলী, আওয়ামী লীগ নেতা সুজীত বিশ্বাস, ফারুক হোসেন, সাধন রায়, আব্দুল গণি, বাবর আলী, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম, আলমগীর মোড়ল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক জাহিদ হোসেন, যুবলীগ নেতা নজরুল খান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ।

এরপর নরেন্দ্রপুর দাসপাড়া, রুপদীয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আনোয়ার হোসেন বিপুল।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...