জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল দুবৃত্তদের গুলিতে নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গুলি করার পর চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধার দিকে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকায় একটি বাড়িতে শালিসী বৈঠকে যান মোস্তফা কামাল। শালিস শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কুন্দসী এলাকার সমীর শিকদারের বাড়ির সামনে পৌছাঁলে সশস্ত্র দুবৃত্তরা মোস্তফা কামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুবৃত্তদের ছোড়া গুলি মোস্তফা কামালের বুক ও পিঠ সহ শরীরের বিদ্ধ হয়।
এসময় স্থানীয়রা গুলিবিদ্ধ মোস্তফা কামালকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান।
মোস্তফা কামাল মঙ্গলহাটা গ্রামের আকরাম সিকদারের ছেলে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।
স্বাআলো/এস