যশোরের কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাবুকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) সকালে নাশকতার মামলায় তাকে আটক করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শনিবার তাকে আদালতের সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এসএ