জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: দেশজুড়ে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই ধাপে চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে রবিবার (২১ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে চারজন এবং আলমডাঙ্গা উপজেলা থেকে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা জানান, ভাইস চেয়ারম্যান পদে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে আলমডাঙ্গা উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে আট জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আপন ভাইয়ের ছেলে নাঈম হাসান জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আজিজুল হক।
আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাবেক হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোমিন চৌধুরী ডাবু ও সাবেক ছাত্রলীগ নেতা কেএম মঞ্জিলুর রহমান।
স্বাআলো/এস