ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলায় সোনার বাংলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ।
ইউপি সদস্য মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফিল ব্রিকসের পরিচালক মাহবুব আলম লাভলু, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি মোল্যা ও সাধারণ সম্পাদক আসাদ পারভেজ।
ফাইনাল খেলায় উপশহর বিগ স্টার ফুটবল একাদশ বনাম জামতলা স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে নির্ধারিত সময়ে গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে উপশহর বিগ স্টার ফুটবল একাদশ বিজয়ী হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মালেক, যুবলীগ নেতা জাহিদ হোসেন, শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ, ছাত্রলীগ নেতা সোয়েব মুন্সী প্রমুখ।
স্বাআলো/এসএ