প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ দফতরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানগণের সংবর্ধনা ও ২০২০, ২০২৩, ২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের সদ্য যোগদান শিক্ষকগণের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাদামের সাথে কাউন চাষে সফল বীরগঞ্জের রেজানুর
শনিবার (০১ জুন) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, বাংলাদেশ আওয়ামীলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকবৃন্দ।
বীরগঞ্জে ১৬৭ জনকে শিক্ষাবৃত্তি ও ১৮ জনকে বাইসাইকেল বিতরণ
সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদ্য যোগদানকৃত সহকারি শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিপু, ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টিকে সম্মাননা স্মারক প্রদান করেন ।
স্বাআলো/এস