জেলা প্রতিনিধি,পটুয়াখালী: জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন এবং রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গণের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩ এপ্রিল) জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক জুয়েল রানা, রাঙ্গাবালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এনামুল হক এবং এবং রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মু কামরুজ্জামান সহ উক্ত ইউনিয়নের ভক্কবৃন্দ।
স্বাআলো/এস