নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শার্শা উপজেলার নাভারন ডিগ্রি কলেজ।
বৃহস্পতিবার (২৭ জুন) যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে তারা ৩-১ গোলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে।
খেলা শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে উভয় দল। তবে নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচে নাভারন ডিগ্রি কলেজ ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ গোল শূন্য সমতায় ছিলো। নির্ধারিত সময়েও কোনো দল গোল করতে না পারায় খেলায় অতিরিক্ত মিনিটে গড়ায়। সেখানেও কোনো পক্ষ গোল করতে না পারায় ম্যাচে ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নাভারন ডিগ্রি কলেজ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক এবিএম আখতারুজ্জামান।
স্বাআলো/এস