প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার গৌরব অর্জন করলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো লুইস এনরিকের দল।
ইতালির ফুটবলের রক্ষণাত্মক ও শারীরিক সৌরভের সঙ্গে সিমন ইনজাঘির ইন্টার মিলানের ‘ফলস ডিফেন্স’ ও কাউন্টার অ্যাটাক কৌশল লুইস এনরিকের পিএসজির সামনে এদিন অচল হয়ে পড়ে। ম্যাচের শুরু থেকেই পিএসজি নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে এবং ইন্টার মিলানকে কোনো সুযোগ দেয়নি।
খেলার ১২ মিনিটের মাথায় দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। তরুণ ডিয়েসারি দুয়ের পাস থেকে গোলটি করেন সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের এই ফুলব্যাক। ২১ বছর বয়সী নতুন নেইমার খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে ২০ মিনিটে নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলের মাধ্যমে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন।
পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে পিএসজির আক্রমণ। ৬৩ মিনিটে দুয়ে তার দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানোর বেঁচে থাকা সামান্য আশা শেষ করে দেন। এরপর ম্যাচের ৭৩ মিনিটে শীতকালীন দলবদলে নাপোলি থেকে প্যারিসের ক্লাবে যোগ দেয়া জর্জিয়ান তরুণ খাভিচা খাভারস্তকেলিয়া দলের চতুর্থ গোলটি করেন। খেলার ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় মায়ুলু ইন্টারের জালে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে এই প্রথম কোনো দল ৫টি গোল করার কীর্তি গড়ল। এই বিশাল জয় পিএসজির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করলো। মার্সেইয়ের পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে ইউরোপ সেরা হওয়ার গৌরব অর্জন করলো তারা।
মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকা খেলোয়াড়দের পেছনে শত শত মিলিয়ন ইউরো খরচ করেও কাতারি মালিকদের যে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন পূরণ হয়নি, সেই অধরা স্বপ্ন পূরণ করলেন কোচ লুইস এনরিকে আনকোরা তরুণদের তারকা বানিয়ে। বার্সেলোনার পর পিএসজির ডাগ আউটেও দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়লেন এই স্প্যানিশ কোচ।
অন্যদিকে, এটি সিমন ইনজাঘির অধীনে গত তিন মৌসুমের মধ্যে ইন্টার মিলানের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হার। তাদের রক্ষণাত্মক কৌশল পিএসজির আক্রমণাত্মক ফুটবলের সামনে এদিন একেবারেই দাঁড়াতে পারেনি।
স্বাআলো/এস