স্পোর্টস ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুক্রবার (২২ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের অভিষেক ম্যাচ তার।
চেন্নাই একাদশ: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, সমীর রিজ়ভি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মোস্তাফিজুর রহমান।
বেঙ্গালুরু একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পটীদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর ও মোহম্মদ সিরাজ।
স্বাআলো/এস