স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংস অনেকটা এগিয়ে গিয়েছিলো ব্যাটিংয়ে। ব্যাট হাতে বড় লক্ষ্য দেয় গুজরাটকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চেপে ধরে বোলিংয়েও। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজের চেন্নাই।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে গুজরাট। চার ওভার বোলিংয়ে ৩০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
গুজরাটের শুরুটা ভালো হয়নি । পাওয়ারপ্লের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে শুভমান গিলের দল। দুই ওপেনার শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরান দীপক চাহার।
শুরুতে ২০৭ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই। জবাবে চেন্নাইয়ের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে গুজরাটকে চাপে ফেলতে থাকে। ১৬ বলে ২১ রানে আউট হয়েছেন ডেভিড মিলার।ইনিংস ধরে খেলতে না পারায় আট উইকেটে করতে পারে ১৪৩ রান পায় গুজরাট ।
মোস্তাফিজ ছাড়াও ২১ রানে তুশার দেশপান্ডে নিয়েছেন দুইটি উইকেট। আর ২৮ রানে দুইটি নিয়েছেন দীপক চাহারো। একটি করে নিয়েছেন ড্যারিল মিচেল ও মাথিশা পাথিরানা।
শুরুতে টস হেরে ব্যাট করার সুযোগটা কাজে লাগিয়েছে চেন্নাই। ছয় উইকেটে করেছে ২০৬ রান।
তিনটি ইনিংসে ভর করে সমৃদ্ধ হয়েছে চেন্নাইয়ের স্কোরবোর্ড। ৪৬ রানের ইনিংস খেলেছেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র । তবে রবীন্দ্রর ইনিংস ২০ বলের ইনিংসে ছয়টি চার ও তিনটি ছক্কা মেরেছেন । ৩৬ বলে পাঁচটি চার ও একটি ছক্কা মেরেছেন অধিনায়ক গায়কোয়াড়। ২৩ বলে শিভম দুবের বিস্ফোরক ৫১ রানের ইনিংসে স্কোরবোর্ড বড় হয়ে ওঠে। ম্যাচসেরাও হন তিনি। দুইটি চার ও পাঁচটি ছয় ছিলো তার ইনিংসে। ছয় বলে ১৪ রানের ক্যামিও ইনিংসে অবদান রাখেন সামির রিজভি। তাছাড়া ড্যারিল মিচেল ২০ বলে ২৪ রানে অপরাজিত থেকেছেন।
গুজরাটের হয়ে রশিদ খান ৪৯ রানে নিয়েছেন দুইটি উইকেট। সাই কিশোর, স্পেন্সার জনসন ও মোহিত শর্মা নিয়েছেন একটি করে উইকেট।
স্বাআলো/এসআর