খুলনা বিভাগ
ভারতে যাওয়ার সময়

বেনাপোলে সাবেক ছাত্রলীগ নেতা আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি | July 23, 2025

ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর সামাদ আজাদকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৩ জুলাই) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতা আব্দুর সামাদ আজাদ ভারতে পালিয়ে যেতে পারেন এমন তথ্য তাদের কাছে আগে থেকেই ছিল। সেই অনুযায়ী, বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক রাখা হয়েছিল। বুধবার সকাল ১০টার দিকে তিনি ভারতে যাওয়ার জন্য কাউন্টারে তার পাসপোর্ট (নম্বর: A13959192) জমা দিলে তা যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুর সামাদ আজাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, মারামারি, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাতটিরও বেশি মামলা রয়েছে।

আটক আজাদের পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার বাবার নাম আকিব আলী এবং তার ঠিকানা মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশন পুলিশ আটক আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। যেহেতু তার নামে মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে, তাই প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo