স্পোর্টস ডেস্ক
মাঠের বাইরে থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চোটের কারণে বর্তমানে ফুটবল থেকে দূরে থাকলেও, তার প্রেমজীবন যেনো হার মানাচ্ছে যেকোনো রোমান্টিক সিনেমাকে।
প্রেম, একাধিক সন্তান, নাটকীয় বিচ্ছেদ এবং আবারও সম্পর্কে ফেরা সব মিলিয়ে নেইমারের ব্যক্তিগত জীবন বেশ বর্ণময়। এবার জানা গেলো, প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগার পর আবারো বাবা হতে চলেছেন তিনি। আসতে চলেছে তার চতুর্থ সন্তান।
৩৩ বছর বয়সী নেইমার এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও, তার জীবনে এসেছেন একাধিক নারী। তার প্রেমজীবনের শুরুটা হয়েছিল টিনএজ বয়সে, কারোলিনা দান্তাসের সঙ্গে। ২০১১ সালে তাদের প্রথম সন্তান দাভি লুকার জন্ম হয়। তবে কারোলিনার সঙ্গে নেইমারের সম্পর্ক টেকেনি, যদিও ছেলের প্রতি দায়িত্ব পালনে তারা আজও একসঙ্গেই আছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
প্রথম প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর নেইমারের জীবনে আসেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও স্টাইল আইকন ব্রুনা বিয়ানকার্দি। ২০২৩ সালের অক্টোবরে তাদের কন্যা সন্তান মাভির জন্ম হয়। কিন্তু এর ঠিক পরের মাসেই, নভেম্বরে, তাদের বিচ্ছেদের খবর আসে। তবে ভক্তদের অবাক করে দিয়ে ২০২৪ সালের শেষের দিকে তারা আবারো এক হন। আর এবার জানা গেল তাদের দ্বিতীয় সন্তান আসার খবর, যা হবে নেইমারের চতুর্থ সন্তান এবং দ্বিতীয় কন্যা। সম্প্রতি নেইমারের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই এই সুখবরটি প্রকাশ্যে এসেছে।
এর মাঝেই নেইমারের জীবনে আসে তৃতীয় সন্তান হেলেনা। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জানা যায়, ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির গর্ভে জন্ম নিয়েছে নেইমারের আরেক কন্যা হেলেনা। গুঞ্জন রয়েছে, ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে যখন নেইমারের বিচ্ছেদ চলছিলো এবং হাঁটুর চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন, তখনই অ্যামান্ডার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। হেলেনার জন্মের পর প্রথমে নেইমার ডিএনএ টেস্টের দাবি করেছিলেন বলে জানা গেলেও, পরবর্তীতে বিষয়টি নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে অ্যামান্ডার সঙ্গে নেইমারের কোনো সম্পর্ক নেই এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও একে অপরকে অনুসরণ করেন না।
তবে, নেইমার হেলেনার বাবা হিসেবে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন বলে জানা গেছে।
মাঠের পারফরম্যান্সের মতোই নেইমারের ব্যক্তিগত জীবনও বেশ উত্থান-পতনে ভরপুর, যা তাকে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।
স্বাআলো/এস