যশোর

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| November 14, 2023

যশোরের অভয়নগরে পুকুরে ডুবে মারিয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় রাঙ্গাহাট গ্রামে এ ঘটনা ঘটে।

মারিয়া রাঙ্গাহাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

ফিরোজ হোসেন বলেন, আমার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত ছিলো। এ সময় দুই বছরের মেয়ে মারিয়া ঘরের বাহিরে খেলা করছিলো। সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করতে থাকে স্ত্রীসহ বাড়ির লোকজন। তাকে কোথাও না পেয়ে পরে বাড়ির পাশের পুকুরের খুঁজতে থাকে। এসময় আমার ভাইপো রুবেল মারিয়াকে পুকুরে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, আমরা পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে সংবাদ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply