যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার একটি খেলার মাঠে কুড়িয়ে পাওয়া একটি ককটেলকে টেনিস বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে তিন শিশু।
সোমবার (১৯ মে) এ ঘটনা ঘটে।
আহত শিশুদের তাৎক্ষণিক যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শিশুদের স্বজনরা জানান, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার পাঁচ বছর বয়সী শিশু খাদিজা সকালে ছোটনের মোড়ের পাশে ওই মাঠে খেলতে যায়। সেখানে পড়ে থাকা একটি বস্তু সে বল ভেবে কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। খাদিজার হাতে বলটি দেখে তার সঙ্গে খেলতে আসে ছয় বছর বয়সী সজিব ও তিন বছরের শিশু আয়েশা।
যশোরে কালভার্ট ধস: যোগাযোগ বন্ধ, ২ লাখ মানুষের ভোগান্তি চরমে
স্বজনদের ভাষ্যমতে, তিন শিশু মিলে যখন বস্তুটি নিয়ে খেলা শুরু করে, তখন সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে খাদিজা, সজিব ও আয়েশা গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে শিশুদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত তিন শিশুর মধ্যে খাদিজার জখম বেশ গুরুতর। তার শরীরের বিভিন্ন অংশ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর খাদিজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়েছে। সজিব ও আয়েশার জখম তুলনামূলক কম হলেও তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে ককটেলটি সেখানে এলো এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা বলছেন, খেলার মাঠে এ ধরনের বিস্ফোরক পড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্বাআলো/এস