খুলনা ব্যুরো: খুলনার খানজাহান আলীর ফুলবাড়ীগেট জাব্দিপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ফাইজা নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ৮টায় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে শিশুটি নিহত হয়।
নিহত শিশু ফাইজা জাব্দিপুর গ্রামের রেলিগেট পালপাড়া ইসলামিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদৌস হাসান ফারুকীর মেয়ে।
প্রতক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাসা সংলগ্ন ট্রেন লাইনে চলে আসে। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জাব্দিপুর রেলক্রসিং অতিক্রমকালে ট্রেনের সঙ্গে শিশুটি ধাক্কা খায়। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে বৃহস্পতিবার রাতে জাব্দিপুর ঈদগাহে ফাইজার জানাজা শেষে যোগীপোল কবরস্থান দাফন করা হয়।
স্বাআলো/এস