জেলা প্রতিনিধি , নড়াইল: জেলার বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে চলছে ১৫ দিনব্যাপী সুলতান মেলা।
শুক্রবার (২৬ এপ্রিল) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এ প্রতিযোগীতায় দুই শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহন করে। শিশুরা তাদের মনের ভাবনার সুলতান ও সুলতানের চিন্তা ভাবনাসহ বিভিন্ন ছবি আঁকে।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আরাফত হোসেন , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় দাস, এসএম, সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মুর্খাজী, সরকারি কর্মকর্তা, প্রতিযোগী, অভিভাবকগণ ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
১৫ এপ্রিল শুরু হওয়া এ মেলঅ চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
১৫ দিনব্যাপি সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, দেশি বিদেশী শিল্পীদের আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী, গ্রামীন ক্রীড়া উৎসব, গ্রামীন খেলাধুলা, এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুলতান পদক প্রদান এবং সমাপনী অনুষ্ঠান। এবারের সুলতান মেলায় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
স্বাআলো/এস