হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরের পানিতে ডুবে লাব্বাইক নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চৌদ্দ বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত লাব্বাইক ওই এলাকার ইছায়াক আলীর ছেলে।
জানা গেছে, ইছায়াকের বাড়ির পিছনে একটি পুকুর আছে। বন্যার পানি সেই পুকুরে ঢুকে পানি টইটম্বুর হয়। ছোট্ট লাব্বাইক খেলতে খেলতে বাড়ির পিছনে গেলে এক সময় সেই পুকুরে পরে যায়। এমত অবস্থায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও না পেলে পুকুরের পানিতে লাব্বাইকের লাশ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ক্ষিতীশ খালকো বলেন, হাসাপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যডভোকেট আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
স্বাআলো/এস