যশোরের চৌগাছায় ধানবোঝাই গরুর গাড়ি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে কামাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে খড়িঞ্চা নওদাপাড়া মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসীরা জানান, রবিবার দুপুর ১২টার দিকে গ্রামের মাঠ থেকে গরুর গাড়িতে ধানবোঝাই করে বাড়িতে আসার সময় মাঠের মধ্যে গাড়ি থেকে পড়ে যান। এরপর গরুর গাড়ির একটি চাকা বুকের ওপর দিয়ে চলে গেলে তিনি মারাত্মক আহত হন। মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে খুলনায় রেফার্ড করেন চিকিৎসক। খুলনা নেয়ার উদ্যোগ নিয়ে যশোর হাসপাতাল ত্যাগের পরপরই তিনি মারা যান। পরে দুুপুর ২টার সময় তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়।
প্রতিবেশীরা জানান, কামাল বেশ কিছুদিন প্রবাসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে কৃষিকাজ দেখাশুনা করতেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাআলো/এসএ