যশোর

চৌগাছায় ট্রাক্টরচাপায় চালক নিহত

| March 13, 2024

চৌগাছা (যশোর) প্রতিনিধি: জেলার চৌগাছায় নিজের ট্রাক্টরচাপায় চালক রুবেল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রুবেল শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। এ ঘটনায় চালকের সহকারী মারুফ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১২মার্চ) রাত ৮টার দিকে চৌগাছা-শার্শা (কাশিপুর) সড়কের কাবিলপুর কমিউনিটি ক্লিনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকারী মারুফ হোসেন জানান, রুবেল হোসেন শার্শার উলাশীর কুচেমুড়া এলকার হীরা ব্রিকসের ইট বহনকারী ট্রাক্টরের চালক। মঙ্গলবার সন্ধ্যার পর তারা দুইজন ইটভাটা থেকে এক গাড়ি ইট নিয়ে চৌগাছার মাশিলার পাশে ইট নামিয়ে সেখান থেকে ইটের মূল্য নিয়ে ভাটায় ফিরছিলেন। পথিমধ্যে চৌগাছার শাহাজাদপুর বিজিবি ক্যাম্প পার হয়ে রাস্তায় ভাঙ্গা থাকায় চালক রুবেল গাড়িটি ডানে মোড়া দেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে কপোতাক্ষ নদের ঢালুতে উল্টে যায়। আমরা দুইজন গাড়িটির নিচে চাপা পড়ি। মারুফ বলেন, আমি একটি গর্তের মধ্যে পড়ায় আমার আঘাত কিছুটা কম ছিলো। আমি কোনো রকমে সেখান থেকে বের হয়ে স্থানীয়দের সহায়তায় রুবেল হোসেনকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে আনলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়। তার মাথায় অতিরিক্ত জখম ছিলো এবং নাক, ও মুখ দিয়ে অতিরিক্ত রক্ত বের হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্বাআলো/এসআর

Debu Mallick