জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুইছুই। আজ শুক্রবার (১৭ মে) চুয়াডাঙ্গার তাপমাত্রাা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবার অস্বস্তি বাড়লো দেশের মানুষের সাথে চুয়াডাঙ্গা বাসীর।
প্রখর রোদের সাথে ভ্যাপসা গরম হওয়ায় চারিদিকে হাঁসফাঁস অবস্থা। ভর দুপুরে খোলা আকাশের নিচে কিংবা পাকা রাস্তায় চলাফেরা করা সম্ভব হচ্ছে না। তেতে হয়ে আছে সড়কের পীচ।
চুয়াডাঙ্গা প্রথম শেণির আবহাওয়া পর্যবেক্ষণাগোরের সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শুক্রবার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিলো ৪৭ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিলো ৫৪ শতাংশ।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস
এছাড়া বৃহস্পতিবার তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ছিলো তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় গ্রামের চায়ের দোকানদার রিপোন মিয়া জানান, এতো গরম আমি দেখেনি।
একই গ্রামের রাজমিস্ত্রি শেখ হায়দার আলী জানান, গরমের কারণে কয়েকদিন কাজ করতে যেতে পারছি না। এ রকম গরমের আগে দেখেনি। রৌদ্রের কারণে টিউবওয়েলের পানির স্তর নেমে যাচ্ছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা জানান, চলতি মৌসুমে জেলায় ৩৫ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিলো। এরই মধ্যে ৯০ শতাংশ জমির ধান কেটে কৃষকরা ঘরে তুলেছেন। বাকী ধান খুব শিগগিরই ঘরে তুলতে সক্ষম হবে কৃষক।
স্বাআলো/এস