কোন সিগারেটের দাম কত বাড়লো

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে সিগারেটও।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

জারিকৃত ওই নির্দেশনায় সিগারেটের মূল্যস্তর ভেদে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার এবং মূসক ও সম্পূরক শুল্ক আদায় করতে বলা হয়। মূলত, চলতি অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি স্বাক্ষরিত ওই অধ্যাদেশে সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছে।

এরই অংশ হিসেবে নতুন শুল্ক-কর পরিশোধ করে সিগারেটের চালান বাজারে ছাড়তে শুরু করেছে সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় বাজার ঘুরে দেখা গেছে, মোটামুটি সব ধরনের সিগারেটের দাম প্রতি শলাকায় এক থেকে দুই টাকা বেড়েছে।

এখন চলুন দেখে নেয়া যাক, প্রতি শলাকায় কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত বেড়েছে?

খুচরা পর্যায়ে বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের প্রতি শলাকা সিগারেটের দাম আগে ছিলো ১৮ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ২০ টাকা। গোল্ডলিফ ব্র্যান্ডের প্রতিটি শলাকার দাম ১৩ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হয়েছে।

এ ছাড়া ২ টাকা বেড়ে প্রতি শলাকা লাকি সিগারেটের দাম ১২ টাকা এবং স্টার ব্র্যান্ডের সিগারেট ১০ টাকা হয়েছে।

এর বাইরে ডার্বি, পাইলট ও হলিউডের দাম এখন ৮ টাকা এবং রয়েলের দাম ৭ টাকা। অর্থাৎ এসব সিগারেটে দাম বেড়েছে ১ টাকা।

শুধু খুচরা নয়, পাইকারি পর্যায়ে নতুন দাম নির্ধারণ করেছে সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো।

জানা গেছে, পাইকারি পর্যায়ে ২০ শলাকার বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেটের দাম ৩৭০ টাকা, গোল্ডলিফ ২৮০ টাকা, লাকি স্ট্রাইক ২১০ টাকা, স্টার ১৭২ টাকা, পাইলট, ডার্বি স্টাইল ও হলিউড ১৪৪ টাকা ও রয়েল ১২৬ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০ শলাকার প্যাকেটের প্রতিটি ব্র্যান্ডের সিগারেটের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা করে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাবাব আহমেদ চৌধুরী বলেন, দেশের সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি, আকস্মিক নীতিগত সিদ্ধান্ত নেয়ার আগে জাতীয় রাজস্ব বোর্ডের উচিত ছিলো, সব অংশীজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা।

প্রসঙ্গত, এনবিআরের প্রজ্ঞাপন অনুসারে নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। এছাড়া মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। উচ্চস্তরে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে ১৮৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

যশোরে বেতন আটকে গেছে হাজার শিক্ষক-কর্মচারীর

রুহুল আমিন: যশোরে ইএফতি সিস্টেমে বেতন দেয়ায় বেসরকারি স্কুল-কলেজের...

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কাঠের কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত...

বাড়লো এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে সরকার।...

মেহেরপুরে সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুর মুজিবনগর সীমান্তে টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট থেকে...