খুলনা বিভাগ

যশোরে ফেনসিডিল ও মদসহ ২ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | September 27, 2025

যশোরের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের নাদনঘাট থানার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম।

বিজিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেনসিডিল ও মদ সংগ্রহ করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। `

স্বাআলো/এস

Shadhin Alo