নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে সাপ্লাই পানির প্রবাহ নিশ্চিত ও স্বাস্থ্য সম্মত করা, মশানিধন ও ড্রেন বর্ষার আগে পরিষ্কার ও সংস্কারের দাবিতে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) পৌর কার্যালয়ে তার কাছে পৌরবাসীর পক্ষে পৌর নাগরিক কমিটির আহবায়ক শওকত আলী খান ও সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু
স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা জানান, গত ২৯ ফেব্রুয়ারি চার দফা দাবিতে পৌরবাসীর পক্ষে মেয়রের কাছে স্মারকলিপি দেয়া হয়। তাৎক্ষনিক দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও বাস্তবায়িত হয়নি। পানির জন্য নিয়মিত বিল দেয়ার পরও পৌরবাসী প্রয়োজন মতো পানি পাচ্ছেন না। যা পাওয়া যাচ্ছে তা স্বাস্থ্য সম্মত নয়। মশার প্রকোশ প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। দিনে রাতে মশার সাধারণ মানুষ অত্যাচারে অতিষ্ঠ ড্রেনসমূহ মশার আঁতুর ঘরে পরিণত হয়েছে। এখনি ড্রেনসমূহ পরিষ্কার না করলে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হবে। সাপ্লাইয়ের স্বাস্থ্যসম্মত প্রবাহ বাস্তবায়ন করা প্রয়োজন। মশা নিধনের অভিযান দরকার। এগুলো নিয়ে দ্রুতই কাজ করতে হবে। এ দাবিগুলো বাস্তবায়িত না হলে ঈদের পরে কঠোর আন্দোলনে যেতে তারা বাধ্য হবেন।
স্বাআলো/এস