ঢাকা অফিস: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আবারো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জের ধরে আজকের এই সংঘর্ষের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের মূল ফটকের সামনে এসে জড়ো হন। এসময় সিটি কলেজের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সায়েন্সল্যাব এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
ঝিকরগাছায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ছাত্রদল নেতাসহ চারজন আটক
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই রেষারেষি চলে আসছে।
কুয়েট ভিসির পদত্যাগ দাবি: ১৬ ঘণ্টা পার, আমরণ অনশনে শিক্ষার্থীরা, তাকিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে
উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৯ ফেব্রুয়ারি কথা-কাটাকাটির জেরে এবং ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে সায়েন্সল্যাব এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিলো, যাতে বেশ কয়েকজন আহতও হন। বারবার সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাআলো/এস