রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন ও আরো একজন আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) জেলার কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা পাঁচজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ বা নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাআলো/এস