খুলনা বিভাগ
সড়ক দুঘর্টনা

মণিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 14, 2025

যশোরের মনিরামপুর উপজেলায় দুইটি ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) উপজেলার তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে সাতক্ষীরাগামী মাছ বোঝাই একটি ট্রাক মণিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে স্বজোরে ধাক্কা দেয় ট্রাকটি।

ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক রাজু এবং হেলপার এরফান মারা যান। নিহত দুইজনেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo