খুলনা বিভাগ

খুলনায় ট্রেন-ট্রাক ভয়াবহ সংঘর্ষ, নিহত ১

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | July 15, 2025

খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে রেললাইনে আটকে পড়া একটি ট্রাককে ধাক্কা দিয়েছে দ্রুতগামী ট্রেন। এতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনার পর থেকে রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান পলাতক রয়েছেন। দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি খুলনায় আসছিল। আফিলগেট বাইপাস সড়ক রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক লাইনের ওপর উঠে এলে হঠাৎ সেটির স্টার্ট বন্ধ হয়ে যায়। এসময় ট্রেনটি স্বজোরে ট্রাকটিকে ধাক্কা দিয়ে বেশ কিছুটা পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়। সংঘর্ষে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

খুলনায় পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শককে অপহরণ, অতপর…

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ হোসেন জানান, “এ পর্যন্ত আটজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, আনুমানিক ৬০-৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। নিহতের মোবাইলে ফোন আসলে তার স্বজনদের খবর দেয়া হয়েছে।”

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান এবং খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে, খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার কারণে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বিলম্বিত হয়। দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এবং লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, আফিলগেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলক্রসিং হওয়া সত্ত্বেও কর্তব্যরত গেটম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছিলেন এবং রেললাইন সচলের চেষ্টা চলছিল।

স্বাআলো/এস

Shadhin Alo