জাতীয়

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো | July 23, 2025

নাটোরের বড়াইগ্রামে একটি ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বুধবার (২৩ জুলাই) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের এতোটাই ভয়াবহ ছিল যে, মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় হতাহতদের উদ্ধারে বেগ পেতে হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo