দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে সারাদেশের ৬৪ জেলায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।
কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে ১৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের কার্যক্রম চলছেই। কিন্তু মানুষের মাঝে সচেতনতার অভাব বড় প্রভাব ফেলছে। বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার কথা আমরা বারবার বলে এসেছি। কিন্তু যেভাবে হওয়ার কথা তা হচ্ছে না। ২০১৯ সালে যখন সব রেকর্ড ছাড়িয়ে যায় তখনো অপরিকল্পিত নগরায়ন ভুগিয়েছে, এখনো আছে।
তিনি বলেন, বছরের শুরুতে মেয়রদের নিয়ে বসেছি। প্রত্যেক মাসে আমরা সভা করছি। কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই উপায় আমরা বের করার চেষ্টা করছি, আমরা থেমে নেই। বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের অবস্থার অবনতি হয়েছে এটা বলতেই হবে। কাজেই এটি প্রতিরোধই আমাদের বড় চ্যালেঞ্জ।
স্বাআলো/এসএ