আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্সের সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রায়োগিক যোগ্যতায় দক্ষ করে তুলতে যশোরস্থ সংগঠন আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধানে ২০২৩ সালের ২৮ অক্টোবর যাত্রা শুরু করে ‘আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স’।

এই কোর্সের আওতায় থাকা শিক্ষার্থীরা পাব্লিক স্পিকিং, কমিউনিকেশন হ্যাকস, ভিডিও এডিটিং বেসিক্স, টেকনোলজি ম্যানেজমেন্ট, ম্যানারস এন্ড এটিকেট, কন্টেন্ট রাইটিং সহ প্রায় ১৫টি লেসন শেখার মধ্য দিয়ে অর্জন করেছে প্র‍্যাক্টিকাল দক্ষতা।

বৃহস্পতিবার (৪ জুলাই) আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রথম ব্যাচের সমাপনী এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এইচএসসি: ‍তৃতীয় দিনে যশোর শিক্ষা বোর্ডে অনুপস্থিত ১৯০৬, বহিষ্কার ২ শিক্ষার্থী

ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট, এডুকেশন এন্ড এচিভমেন্ট (আইডিয়া)র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব হামিদুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল হাসান (যশোর)।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের হাতে ফুলেল শুভেচ্ছা প্রদানের পর স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স এর সমন্বয়ক মিতালি বালা।

তিনি বলেন, কোর্সের শুরু থেকে থাকা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্যণীয় পরিবর্তন এসছে। সামনে এসে বক্তব্য রাখতে পারার যোগ্যতা থেকে শুরু করে কাস্টমার ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং এর মতোন নানান দক্ষতায় এখন তারা সমৃদ্ধ।

কোর্সে থাকা শিক্ষার্থীদের মধ্যে থেকে রিফা সানজিদা জানায়- এই কোর্স আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমি আগে সকলের সামনে কথা বলতে ভয় পেতাম, হীনমন্যতায় থাকতাম সবসময়। এখন অদ্ভূত এক ধরণের আত্মবিশ্বাস কাজ করে যেকোনো পরিস্থিতিতে। এ জন্য আমি কোর্সের কাছে কৃতজ্ঞ।

যশোরে সাত লাখ টাকাসহ ৯০টি ইজিবাইকের ব্যাটারি চুরি

বিধান প্রামাণিক নামে আরেক শিক্ষার্থী জানায়, এখানে এসে প্রায়োগিক শিক্ষা যেমন অর্জন করেছি, তেমনি বৃদ্ধি পেয়েছে মানসিক দক্ষতা। টীমের সাথে কাজ করার সক্ষমতা বেড়েছে, শিখেছি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং এর মতো বড় বড় জায়গা।
অনুষ্ঠানে আইডিয়া পিঠা পার্কের পক্ষ থেকে অতিথিদের প্রদান করা হয় সুহৃদ সম্মাননা।

অতঃপর সকল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রফিকুল হাসান। পাশাপাশি পাঁচজন শিক্ষার্থী কে “বেস্ট ইন্টার্ন” খেতাবে প্রদান করা হয় সম্মাননা স্মারক।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রফিকুল হাসান বলেন, বর্তমান সময়ে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ আমাদের ছেলেমেয়েরা প্র‍্যাক্টিকাল বিষয়ে দক্ষ হয়না। এ প্লাস পাওয়া সার্টিফিকেট নিয়ে ভাইভা বোর্ডে ঢুকলেও আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পরে। এসব সমস্যা দূর করে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এমন কোর্সে অবদান অসামান্য।

অনুষ্ঠানের সভাপতি ও আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স এর প্রতিষ্ঠাতা জনাব হামিদুল হক বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রয়োজন দক্ষতা অর্জনের। সেই কাজিটিই আইডিয়া করেছে। এই কোর্সের আওতায় থাকা শিক্ষার্থীরা প্র‍্যাক্টিকাল কাজের পাশাপাশি অর্জন করেছে মানবিক গুণাবলি। যেকোন জায়গায় দাঁড়িয়ে নিজেদের যোগ্য প্রমাণ করার আত্মবিশ্বাস ওদের রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...