পোশাক শ্রমিকদের ১৭ দিনের আন্দোলনে ২৫টি কারখানায় ভাঙচুর চালানো হয়। এতে এক হাজার ৩৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
পোশাক মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিকে বন্ধ ঘোষণা করা সব কারখানা আজ বুধবার (১৫ নভেম্বর) খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।
বন্ধ কারখানা সংশ্লিষ্ট এলাকার শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন ও শিল্প পুলিশের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।
রবিবার পোশাকশিল্প কারখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে ১৩০টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। আজ ১৫ নভেম্বর সব বন্ধ কারখানা খুলে দেয়া হবে।
বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, মজুরি বাড়ানো আন্দোলনে বিজিএমইএর ২৫টি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব কারখানায় গাড়ি, অ্যাম্বুল্যান্স, স্থাপনা, কাপড়, কম্পিউটার, যন্ত্রপাতিসহ মোট ক্ষতি এক হাজার ৩৭৫ কোটি টাকা।
স্বাআলো/এস