জেলা প্রতিনিধি,পটুয়াখালী: জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝয় রিমালে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোন।
বুধবার উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকায় ২্৩৯ শ দুর্গত পরিবারকে এ সেবা প্রদান করেন কোষ্টগার্ড সদস্যরা।পর্যায়ক্রমে ৪৩৯শ পরিবারকে এ সহযোগীতার আওতায় আনা হবে বলে জানিযেছেন কোষ্টগার্ড দক্ষিন জোনের সিনিয়র মেডিকেল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ।
এ কর্মসূচীর পাশাপাশি কোষ্টগার্ড পরিবার কল্যাণ সংঘ বস্ত্র ও ঢেউটিন বিতরন কার্যক্রম পরিচারনা করেন।
স্বাআলো/এস