ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের নিচতলার একটি শৌচাগার থেকে টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য দুইটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে ককটেল দুইটি নিয়ে যান।
প্রক্টরিয়াল টিমের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
স্বাআলো/এসএ