মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা বাগআঁচড়া ইউনিয়নের জনৈক মিজানুর রহমানের মোটরসাইকেল গ্যারেজের পাশে টিউবওয়েল সংলগ্ন কর্ণার বাগআঁচড়া বাবু মার্কেটের পিছনে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) ককটেলগুলো উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ ফাড়ির এএসআই আবু সাঈদ জানান অদ্য মঙ্গলবার শার্শা থানাধীন বাগআচড়া ইউনিয়ন এর বাগআঁচড়া বাজারে বাবু মার্কেটের পিছনে মিজানুর রহমানের মোটরসাইকেল গ্যারেজের পাশে টিউবওয়েল সংলগ্ন কর্ণারে লাল কসটেপে মোড়ানো পলিথিনের ভিতর ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়।
শার্শায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পলিথিনের ভিতরে থাকা লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি ও আধিপত্য বিস্তারের লক্ষে কেউ এগুলো সংগ্রহ করে থাকতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা যাইতেছে।
স্বাআলো/এস