খুলনা বিভাগ

সাতক্ষীরায় পাইপগান ও ককটেলসহ আটক ২

| January 22, 2025

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: জেলার শ্যামনগরের গাবুরার গাংড়ামারি এলাকায় অভিযান চালিয়ে দুইটি একনালা পাইপগান, দুইটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার শফিউল্লাহ খাঁ (৩০)। তারা দুইজন সন্ত্রাসী বলে দাবি কোস্টগার্ডের।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুইটি অবৈধ দেশীয় একনালা পাইপগান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক দুইজনকে জব্দকৃত অস্ত্রসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick