খুলনা ব্যুরো: খুলনা মহানগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান ও পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (৩০ এপ্রিল) র্যাব-৬ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ঈশান কবির খান ওরফে জ্যোতি খুলনা নগরীর মৌলভীপাড়া সুলতান আহম্মেদ রোড এলাকার বাসিন্দা।
র্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি জ্যোতিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, ভুক্তভোগী ওই ছাত্রী খুলনা জেলার বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় দুই মাস আগে আসামি জ্যোতির সঙ্গে তার পরিচয় হয়। জ্যোতি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে, গত ২৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে মামলার ২ ও ৩ নম্বর আসামির সহযোগিতায় জ্যোতি ভুক্তভোগী তরুণীকে খুলনা সদর থানাধীন রুপসা স্ট্যান্ড রোডে ২ নম্বর আসামি হুমায়ুন কবিরের ভাড়া নেওয়া একটি কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে জ্যোতি তরুণীটিকে ধর্ষণ করে।
খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
এরপর গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে ওই তরুণী জ্যোতিকে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত জ্যোতি এবং তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে জ্যোতি তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে খুলনা সদর থানায় জ্যোতিসহ অন্যদের আসামি করে একটি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে এবং অভিযোগ পাওয়ার পর থেকেই র্যাব-৬ এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় প্রধান আসামি জ্যোতিকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাআলো/এস