নিজস্ব প্রতিবেদক: যশোরে কলেজছাত্র নুর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আটক সাইদুল ইসলাম পচা। কিছুদিন আগে তাকে মারধরে প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যেই নুর হোসেনকে হত্যা করা হয়।
মঙ্গলবার (১৪ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবীরের এজলাসে এই জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক।
আসামি সাইদুল ইসলাম পচা শহরের শংকরপুর চোপদারপাড়ার মিলনের ছেলে।
যশোরে কলেজছাত্র নূর হত্যা: পচার পরে কানা রনি আটক
পচা জানিয়েছে, কিছুদিন আগে একই এলাকার নজরুল ইসলামের ছেলে নুর হোসেন তাকে মারধর করে। ওই মারধরের প্রতিশোধ নিতে একই এলাকার কয়েকজন সহযোগীদের সাথে আলোচনা ও পরিকল্পনা করা হয়। তারই সূত্র ধরে গত ১০ মে রাত সাড়ে ৮টার দিকে শংকরপুরের বারেক সড়কের কলোনীপাড়া একটি দোকানের সামনে অবস্থান করা নুর হোসেনের চালচলন এবং অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়া হয়। ওই সময় সেখানে দাড়িয়ে থাকা নুর হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয়। এরপর প্রথমে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। কিন্তু সেখানে নিয়ে পৌছানোর আগেই নুর হোসেন মারা যায়। এই ঘটনায় এই ঘটনায় নুর হোসেনের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।
যশোরে কলেজছাত্র নুর হত্যার প্রধান আসামি পচা আটক, চাকু উদ্ধার
মামলার তদন্ত কর্মকর্তা যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই ডিএম নুর জামাল হোসেন আসামি সাইদুল ইসলাম পচা ও কানা রনিকে আটক করেন।
মঙ্গলবার আসামি পচা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পাশাপাশি অপর আসামি কানা রনিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস