আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী বাজার এলাকায় বুধবার ( ১৭ জুলাই) ব্রীজের সাথে অটোভ্যানের ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আতিয়ার খান (৫৬) নামের একজন ভ্যান চালক ডাব বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত আতিয়ার খান উপজেলার দৈবজ্ঞ্যহাটি বলইবুনিয়া গ্রামের মৃত ফজলুর রহমান খানের ছেলে। নিহতের পরিবার ও ঘটনাস্থলের লোকেরা জানান আতিয়ার রহমান বুধবার খুব ভোরে ডাব ক্রয়ের জন্য তার নিজের অটো ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে স্থানীয় কালিকাবাড়ী বাজারের খালের ঢালাই ব্রীজের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয় মসজিদের ইমামসহ মুসুল্লীরা নামাজ পড়ে বের হয়ে এ ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়।
মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন জানান, কালিকাবাড়ী বাজার এলাকায় ব্রীজের সাথে ধাক্কা লেগে একজন অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহতের স্বজনরা মৃতদেহ বাড়ীতে নিয়ে গেছে।
স্বাআলো/এস/বি