লিটন ঘোষ জয়, মাগুরা: ‘সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন, শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ১৭তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসনের রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক জাহিদুল আলম, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান ও মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিনসহ অন্যরা।
স্বাআলো/এসআর