যশোরে জেলা শ্রমিকলীগের পৃথক সম্মেলন থেকে দুইটি কমিটি ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শ্রমিকলীগের দুই গ্রুপের পৃথক সম্মেলন থেকে দুইটি কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) কেন্দ্রীয় নেতারা এই পৃথক কমিটি ঘোষণা করেন।

এক পক্ষ পৌর কমিউনিটি সেন্টারে ও অপর পক্ষ জিলা পরিষদ মিলনায়তনে সম্মেলন করে। স্ব স্ব সম্মেলন স্থান থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।

পৌর কমিউনিটি সেন্টারের সম্মেলন প্রধান বক্তা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ যশোর জেলা শ্রমিকলীগের সভাপতি হিসেবে জবেদ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দিনসহ ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোর্ত্তজা হোসেন, মহসিন কবির, মোফাজ্জেল হোসেন, রাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক, সেলিম রেজা পান্নু, চান মিয়া, মোহাম্মদ রাকিব হাসান, আনিচুর রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহিন, এসএম আহাসানুজ্জামান সুমন, বিল্লাল হোসেন, সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল ও জাহাঙ্গীর আলম।

কমিটি ঘোষণা করে জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ বলেন, আপাতত যশোর জেলা শ্রমিকলীগের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করছি। ঢাকায় গিয়ে কেন্দ্রীয় সভাপতিসহ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হবে।

পৌর কমিউনিটি সেন্টারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।

আর সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি কামরুজ্জামান চুন্নু।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, মেহেদী হাসান মিন্টু ও জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন মিয়া।

বিশেষ বক্তা ছিলেন জাতীয় শ্রমিকলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ।

যশোর জেলা শ্রমিকলীগের সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিক বাবু, সদস্য আসাদুজ্জামান মিঠু, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও প্রচার সম্পাদক চান মিয়া।

এদিকে, যশোর জিলা পরিষদ মিলনায়তনে অপরপক্ষের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজম খসরু। তিনি আজিজুল আলম মিন্টুকে সভাপতি ও সৈয়দ মোহাম্মদ লিটনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেছেন। সেখানে সহ-সভাপতি হিসেবে নূর মোহাম্মদ কুটি, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন লাবু, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইউসুফ শিকদার , দপ্তর সম্পাদক হিসেবে কেএম কামরুজ্জামান শামীম ও প্রচার হিসেবে মিজানুর রহমান মিজুর নাম ঘোষণা করা হয়।

ওই সম্মেলনে জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মহিউদ্দিন, শিক্ষা সম্পাদক শহিদ ডাকুয়া ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...