রংপুর কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

রংপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির উদ্যোগে শনিবার সকালে মহানগরীর কালেক্টরেট সুরভী উদ্যানের সম্মুখ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বর্ণাঢ্য র‍্যালি শুরুর পূর্বে বেলুন উড়িয়ে ‘কমিউনিটি পুলিশিং ডের শুভ উদ্বোধন করা হয়।

এবারের ‘কমিউনিটি পুলিশিং ডের প্রতিপাদ্য বিষয় ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

র‍্যালি কালেক্টরেট সুরভী উদ্যানের সম্মুখ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে গিয়ে শেষ হয়। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল র‍্যালির সম্মুখভাগে থেকে র‍্যালিটির শোভা বর্ধন করে।

এরপর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সুধী সমাবেশ স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনস পুলিশ কমিশনার মনিরুজ্জামান, সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বাবলু এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা পর্যায়ে নেতৃবৃন্দ রংপুরের সুধী সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে পুলিশ কমিশনার শ্রদ্ধা জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে নিহত শহীদ, একাত্তরে সকল শহীদ ও এই বাংলাদেশ বিনির্মাণে যারা রক্ত দিয়েছেন সকল শহীদদের প্রতি। বিশেষ করে তিনি শ্রদ্ধা জানান সহকর্মী আমিরুল ইসলাম পারভেজ যিনি রাষ্ট্র ও জাতি নিরাপত্তা দিতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন।

পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে উদ্দেশ্য করে বলেন, কমিউনিটি পুলিশ এই রংপুর মহানগর কমিটি পুনর্গঠনের জন্য একই সাথে তিনি থানা ও ওয়ার্ড পর্যায়ে ট্রাস্ট বেস কমিটি গঠনের কথাও বলেন। থানাতে যেনো মানুষ নির্ভয়ে অভিযোগ জানাতে পারে, মতামত জানাতে পারে, সাহায্য প্রার্থী হতে পারে, সেই পরিস্থিতি তৈরি করার জন্য ইতোমধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মধ্যে RPMP মিডিয়া সেল, হ্যালো RPMP সহ সরকারি নম্বরগুলো সর্বদা খোলা রাখা। আমরা সর্বদা চেষ্টা করি নাগরিকের মতামতকে শতভাগ সম্মান দিতে। আজকের প্রতিপাদ্য অনুযায়ী স্মার্ট বাংলাদেশ স্মার্ট, পুলিশিং গড়ার জন্য রোড ম্যাপ ঘোষণা করেছি, যার একটা কনসেপ্ট পেপার পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছি। যা চলতি মাসের ১ তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশের পাইলট প্রজেক্টের সম্ভাব্যতা নিয়ে মিটিং হওয়ার কথা থাকলেও তা রাজনৈতিক কর্মসূচির কারণে সম্ভব হয়ে ওঠেনি। তবে তিনি আশা করেন খুব দ্রুত RPMP বাংলাদেশে প্রথম স্মার্ট পুলিশের নগরী হিসেবে পাইলট প্রজেক্টটি অনুমোদিত হবে এবং তা বাস্তবায়নে অলরেডি কাজ শুরু করেছি এবং এটা নিয়ে আমরা এগিয়ে যাবো। একাজে তাই সকলকে নিয়ে আমাদের লক্ষ্য অর্জন করবো।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কাল যশোরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

যশোর গ্রিড উপকেন্দ্রের আপগ্রেডেশন কাজের জন্য আগামী ১৭ জানুয়ারি,...

বেনাপোলে মদসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)...

প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার...

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল...