বিএনপি নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বুধবার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
তিনি বলেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় সভা করে নিজের শারীরিক অবস্থা জানিয়ে রাজনীতি থেকে বিদায় নেয়ার চেষ্টা করবো। তবে আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। দলটিতে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে।
বিএনপি নিয়ে হাফিজের অভিযোগ:
১. বিএনপিতে সত্যি কথা বলার মতো লোক নেই। চেয়ারপারসনের সামনে কোনো নেতা ইয়েস স্যার, রাইট স্যার বলা ছাড়া আর কোনো কিছু জানেন না।
২. বিএনপিতে একনায়কতন্ত্র, কমিটি বাণিজ্য চলছে।
৩. বিএনপিতে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না।
৪. ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়া উচিত ছিলো।
স্বাআলো/এস