যশোরে ঢিলেঢালাভাবে চলছে ‘কমপ্লিট শাটডাউন’, সড়কে দেখা মেলেনি আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক: যশোরে ঢিলেঢালাভাবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই বিভিন্ন সড়কে যানবাহন চলাচল কম ছিলো। তবে দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শহর ও শহরতলীর কোথাও সকাল ১০টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মীকে সড়কের কোথাও অবস্থান নিতে দেখা যায়নি।

সকাল ৯টায় শহরের দড়াটানা, চৌরাস্তা, চিত্রামোড়, খাজুরা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা ছিরেঅ। শহরে স্বাভাবিকভাবে রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করেছে।

এদিকে, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে যশোরের বিভিন্ন রুটে যানবাহন চলাচল কম ছিলো। সকাল থেকেই যশোর থেকে ঢাকা রুটের কোনো পরিবহন বাস ছেড়ে যায়নি। এছাড়া, অন্যান্য রুটেও যাত্রীবাহী বাস চলাচল কম ছিলো। খুলনা-কুষ্টিয়া ও যশোর-চৌগাছা রুটে সকাল ১০টা পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস চলাচল করেনি। তবে বিভিন্ন সড়কে ট্রাকসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। অবশ্য এসব যান চলাচল ছিলো কম। বিভিন্ন ছোট ছোট সড়কে সিএনজি ও ইজিবাইক যাত্রী নিয়ে চলাচল করেছে।

এদিনের কর্মসূচিতে যশোর শহর ও শহরতলীর কোথাও সকাল ১০টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো শিক্ষার্থীকে দেখা পাওয়া যায়নি। শহরতলীর পালবাড়িমোড়, চাঁচড়া চেকপোস্ট, মুড়লিমোড় ও খাজুরা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্ট স্বাভাবিক ছিলো। শাটডাউন আহবানকারী কাউকে কোনো কর্মসূচি চালাতে দেখা যায়নি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস...

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা অফিস: পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি...

যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের সভাপতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাজনৈতিক অঙ্গনে...