শার্শায় প্রেম নিয়ে সংঘর্ষ, একজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে শত্রুতার জেরে এবং প্রেমঘটিত কারণে সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের ভাই শরিফুল ইসলাম বকুল (৩৫) আহত হয়েছেন।

বুধবার (২২ মে) রাত ১০টার দিকে শার্শা উপজেলার ৬ নম্বর উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামের মৃত আজিজের ছেলে সাইফুল ইসলাম মুকুল ও তার ভাই শরিফুল ইসলাম বকুলকে পিটিয়ে আহত করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মুকুল মারা যান। তার পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় স্থানীয় হাসান মেম্বারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

যশোরে ইজিবাইক চালক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার আটক

গ্রেফতারকৃতরা হলেন, হাসান মেম্বার (৩৫), তাজ উদ্দিন (৪৫) ও কামরুজ্জামান (৩৭)।

স্থানীয়রা জানায়, স্থানীয় এক মেয়ের সঙ্গে আনিসুর রহমানের ছেলে নয়ন হোসেনের (১৮) প্রেমের সম্পর্ক রয়েছে। এ রকম একটি ঘটনা জানতে পেরে হাসান মেম্বারসহ ১০-১২ জন লোক নয়নের মামাতো ভাই সাইফুল ইসলাম মুকুলের বাড়িতে নয়নকে খুঁজতে যান। এ সময় তাকে না পেয়ে পূর্বশত্রুতার জেরে মুকুল ও বকুলকে ১০-১২ জন মিলে মেরে মারাত্মকভাবে আহত করে ফেলে রাখে। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সাইফুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে মৃত্যুবরণ করেন।

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, নিহতের ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় ইউপি সদস্যের এক আত্মীয়ের প্রেমঘটিতসহ শত্রুতার জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসানসহ তিন জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...