জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ভালাইপুর বাজার ও শহরতলী দৌলাতদিয়াড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিতে বিভিন্ন অসংগতি পাওয়ার কারনে দুইপ্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) গোস্তোর দোকান, হোটেল, দই-মিষ্টি, ফল, মাছ, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতারের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচারক সজল আহম্মেদ জানান, ভালাইপুর বাজারে মেসার্স বিসমিল্লাহ হোটেলে তদারকিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, ইফতার ও খাদ্যপণ্য তৈরী, মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রি ও দইয়ের ওজনে কারচুপি করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক আবু জাফরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা এবং মেসার্স শান্তি হোটেলের মালিক সোহেল রানাকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরীর অপরাধে ৪৩ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ফল, মাংস ও মাছ বিক্রির দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় সবাইকে মুল্যতালিকা প্রদর্শণ, ন্যায্যমুল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। মাংসের বাজারে অস্বাভাবিক মুল্য বৃদ্ধির ব্যাপারে সতর্ক করা হয়। মাছ বাজারের ত্রুটিপূর্ণ দাড়িপাল্লা জব্দ করে নষ্ট করা হয়।
তদারকি কাজে সহযোগীতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের কয়েকজন সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্বাআলো/এস